আসছে অপো রেনো১৩
- প্রযুক্তি ডেস্ক
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
চীনের বাজারে আসতে যাচ্ছে অপো রেনো১৩ সিরিজ। ২৫ নভেম্বর স্মার্টফোনটি উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা কোম্পানিটি। অপো এরই মধ্যে নকশা, র্যা ম ও স্টোরেজ কনফিগারেশনসহ কী কী রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে তা প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, এ সিরিজে একটি বেজ মডেলের সঙ্গে প্রো ভ্যারিয়েন্টও থাকবে। এর আগে অপো রেনো১২ ও রেনো১২ প্রো উন্মোচন করা হয়েছিল।
চীনে অপো রেনো ১৩ সিরিজের ফোনটি বাটারফ্লাই পার্পল রঙে পাওয়া যাবে। তবে উন্মোচনের আগেই অন্যান্য রঙের বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে। একই দিনে অপো প্যাড৩ ও অপো এনকো আর৩ প্রো টিডব্লিউএস ইয়ারফোন উন্মোচনের কথাও জানিয়েছে কোম্পানিটি। অপো রেনো১৩ বেজ মডেলটি ১২-১৬ গিগাবাইট (জিবি) র্যা ম ও ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট (টিবি) পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।
স্মার্টফোনটির বেজ ও প্রো উভয় ভ্যারিয়েন্টেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট ব্যবহার করা হবে। তবে কিছু সূত্র বলছে, রেনো১৩ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট সম্বলিত হতে পারে, যা এখনো বাজারে আসেনি।
ডিজিটাল ডিভাইসের সক্ষমতা পরীক্ষাকারী বেঞ্চমার্কিং টুল গিকবেঞ্চের তথ্যানুযায়ী, পিকেকে১১০ মডেল নম্বরযুক্ত একটি অপো হ্যান্ডসেটতে অপো রেনো১৩ প্রো-র চীনা সংস্করণ বলে মনে করা হচ্ছে। এর সিপিইউ ও জিপিইউ কনফিগারেশন থেকে ধারণা করা হচ্ছে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৫ যুক্ত করা হবে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা